×

ভ্রমণ

রবিবার-সোমবার সাজেকে ভ্রমণ নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৪ পিএম

রবিবার-সোমবার সাজেকে ভ্রমণ নিষিদ্ধ

রাঙ্গামাটির সাজেক

সপ্তম ও সর্বশেষ ধাপের ইউপি নির্বাচনের কারণে রাঙামাটির সাজেকে ৬ ও ৭ ফেব্রুয়ারি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্র বলছে, সর্বশেষ বা সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও জুরাছড়ি উপজেলার ১৯টি ইউনিয়নেও এদিন ভোট গ্রহণ হবে। বাঘাইছড়ি উপজেলার ইউনিয়নে রয়েছে সাজেক, সারোয়াতলী, খেদারমারা, বাঘাইছড়ি, মারিশ্যা, রুপকারী, বঙ্গালতলী ও আমতলী।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পার্বত্য এলাকার বাস্তবতা ভিন্ন। পর্যটকেরা যেন ঘুরতে এসে বিড়ম্বনার শিকার না হন, তাই বাঘাইছড়ির আটটি ইউনিয়নে ভোটের কারণে ৬ ফেব্রুয়ারি সকাল থেকে ৭ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সাজেক ছাড়াও ৭ ফেব্রুয়ারি অন্য যেসব ইউপিতে ভোট গ্রহণ হবে, সেসব এলাকায়ও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App