×

পুরনো খবর

সমুদ্রপথে নতুন সংযোগ: ইতালি থেকে সরাসরি চট্টগ্রাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৭ পিএম

সমুদ্রপথে নতুন সংযোগ: ইতালি থেকে সরাসরি চট্টগ্রাম

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা। ছবি: সংগৃহীত

কন্টেইনারে রপ্তানি পণ্য সরাসরি ইউরোপে পাঠানোর উদ্যোগ হিসেবে চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-৪ জেটিতে ভেড়ে।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, জাহাজটিতে থাকা কন্টেইনার নামানো হবে। এরপর রপ্তানি পণ্যবাহী কন্টেইনার তোলা হবে।

৭ ফেব্রুয়ারি এটি ইতালির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বৃহৎ গন্তব্য ইউরোপের দেশগুলোতে অন্য দেশের বন্দর ঘুরে পণ্য রপ্তানি করতে হয়। সেখানে বড় জাহাজের বুকিং পেয়ে ইতালিতে পণ্য পৌঁছাতে ৩০ দিনের কাছাকাছি সময় প্রয়োজন হয়।

এতে ক্রেতাদের হাতে পণ্য দেরিতে পৌঁছায়, খরচও বাড়ে। অন্য প্রতিযোগীদের চেয়ে পিছিয়ে পড়ার এটাও বড় কারণ।

সেই বাধা দূর করতে চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের গন্তব্য ইতালিতে শুরু হচ্ছে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন।

ওমর ফারুক জানান, সোঙ্গা চিতা চট্টগ্রাম থেকে যাত্রা করে ১৫-১৬ দিনে ইতালির রেভেনা বন্দরে পৌঁছাবে।

চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপে জাহাজ যাবে- এমন প্রত্যাশা বহুদিনের। সেই আশা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে, তাতে ব্যবসায়ীরা ইউরোপের বাজারে রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App