×

জাতীয়

গ্রামীণ জনগোষ্ঠীর সংকট নিরসনে ১১৬ প্রকল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৩ এএম

গ্রামীণ জনগোষ্ঠীর সংকট নিরসনে ১১৬ প্রকল্প

প্রতীকী ছবি

অ-উন্নত অবকাঠামোগত ব্যবস্থা প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের প্রধান অন্তরায়। অপার সম্ভাবনা থাকলেও এ সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে না পারায় গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা অনেক জায়গাতেই মুখ থুবড়ে পড়ছে। উপেক্ষিত ও অবহেলিতই থেকে যাচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী। তবে সুখবর হলো এসব সংকট নিরসনে কাজ শুরু করছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ইতোমধ্যে ১১৬টি প্রকল্পের কাজ হাতে নিয়েছে। চলতি বছরের জুন মাসেই ১৭টি প্রকল্প শেষ হবে বলে জানা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় রাস্তাঘাট, সেতু, হাটবাজার, পুকুর খনন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা কমপ্লেক্স নির্মাণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে এলজিইডির মোট প্রকল্পের সংখ্যা ১১৬টি।

সূত্র জানায়, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা) (দ্বিতীয় সংশোধিত), পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প পার্বত্য চট্টগ্রাম দ্বিতীয় পর্যায় প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), বৃহত্তর চট্টগ্রাম জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) শীর্ষক প্রকল্প (প্রথম সংশোধিত), সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা হেডকোয়ার্টার হতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ভায়া নাজিরপুর রাস্তা ও সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্প, নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত), নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত), গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প : ভোলা জেলা শীর্ষক প্রকল্প, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সুনামগঞ্জ জেলা (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্প (প্রথম সংশোধিত), সেক্টর গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলি ১১ উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), মিউনিসিপ্যাল গভারন্যান্স এন্ডি সার্ভিসেস প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত), সিটি গভারনেন্স প্রজেক্ট শীর্ষক প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), চরফ্যাশন পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সুনামগঞ্জ পৌরসভার সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প, কেশবপুর-সাগরদাড়ি মধু সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজ চলতি বছরের জুন মাসের মধ্যেই শেষ হবে। বাকি ৯৯টি প্রকল্প চলমান থাকবে।

প্রকল্প সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধ্বতন কর্মকর্তা ভোরের কাগজকে বলেন, আশা করছি, এই ১৭টি প্রকল্পের কাজ সময়মতো শেষ হবে। এমনকি বাকি যে প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে সেগুলো সময়মতো শেষ হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App