×

চিত্র বিচিত্র

আটলান্টিক সাগরে ভেসে উঠলো লাখো মরা মাছ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫ পিএম

আটলান্টিক সাগরে ভেসে উঠলো লাখো মরা মাছ

আটলান্টিক সাগরে ভাসছে মরা মাছ

ফ্রান্সের আটলান্টিক সাগরে এক লাখের বেশি মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির মৎস্যমন্ত্রী। সম্প্রতি পরিবেশকর্মীদের এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সাগরে অনেক মরা মাছ ছড়িয়ে আছে।

এক দাপ্তরিক বিবৃতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সুপারট্রলার মার্গিরিস বলছে, তাদের জাল ছিঁড়ে যাওয়ার পর মাছ নিয়ে দুর্ঘটনা ঘটে। মাছগুলো ছিলো নীল-সাদা। সেগুলো কড প্রজাতির। খবর বিবিসির।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাল ছিঁড়ে যাওয়ার পর হারিয়ে যাওয়া মাছগুলো জাহাজের কোটা থেকে কেটে নেয়া হবে।

এদিকে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার পরিবেশবাদী দল দ্য সি শেপার্ড ফ্রান্স জানায়, তারা তিন হাজার বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা মরা মাছের ভিডিও করেছে। এ সময় দ্য সি শেপার্ড ফ্রান্সের প্রধান লামিয়া এসেমলালি বলেন, তারা ট্রলার ইস্যুতে ফ্রান্সের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চান। এই ট্রলারগুলো অস্ট্রেলিয়ার জলসীমায় নিষিদ্ধ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ, মহাসাগর ও মৎস্য বিষয়ক কমিশনার ভারগিনিজাস সিনকেভিসিয়াস বলেন, এ বিষয়ে তদন্ত চান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App