৩ আরব দেশে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

আকাশে ওড়ার অপেক্ষায় দেশের প্রথম রকেট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ১১:০২ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ১১:০২ পূর্বাহ্ণ

দেশের প্রথম রকেট ধূমকেতু ওয়ান এখন আকাশে ওড়ার অপেক্ষায়। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল তরুণ উদ্ভাবন করেছেন প্রোটো টাইপের চারটি রকেট। যেগুলোর নাম দেয়া হয়েছে ধুমকেতু-ওয়ান এবং ধুমকেতু-টু।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্টনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের নেতৃত্বে রকেটটি তৈরি হয়। তিন বছর গবেষণার পর প্রাথমিক এ সফলতা পান তারা।

গবেষক দলের প্রধান নাহিয়ান জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও মেধাবী ছাত্রকে নিয়ে একটি বড় টিম তৈরি করে রকেট উৎক্ষেপণে গবেষণার পরিকল্পনা আছে।

তবে সফলভাবে রকেট উৎক্ষেপণের আশা থাকলেও দরকার হতে পারে টেকনিক্যাল সাপোর্ট। গবেষক দলের সদস্যরা জানায়, আমাদের আরও টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন, যার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আশা করছি আমরা শতভাগ সফল হবো।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়