×

খেলা

বিপিএলে এই প্রথম ম্যাচ পরিত্যক্ত, শীর্ষে বরিশাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৬ পিএম

বিপিএলে এই প্রথম ম্যাচ পরিত্যক্ত, শীর্ষে বরিশাল

শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচটি খেলা শুরু হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে যায়। ছবি: সংগৃহীত

বিপিএলের আট মৌসুমের ৩১৩টি ম্যাচের ইতিহাসে এর আগে কখনোই এমনটা হয়নি। কিন্তু আজকের ৩১৪তম ম্যাচে সেটিই হলো। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিপিএলে প্রথমবারের মতো কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়েছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচটি খেলা শুরু হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে যায়। আজকের দিনের প্রথম ম্যাচ ছিল এটি। সাধারণত শীতকালেই বিপিএলের আসর বসায় বৃষ্টি নামার সম্ভাবনা কম থাকে। তার ওপর সংস্করণটা টি-টোয়েন্টি বলে ৫ ওভার খেলার পরই ফল বের করা সম্ভব হওয়ায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা আরও কমে যায়। তবে আজ ম্যাচ শুরুর আগেই বৃষ্টি শুরু হওয়ায় খেলা সম্ভব হয়নি। ফলে প্রথমবারের মতো বিপিএলে কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে ১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে গেল সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। ৭ ম্যাচে এখন ৯ পয়েন্ট তাদের। অন্যদিকে ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকল মোসাদ্দেক হোসেনের দল সিলেট সানরাইজার্স। আজ পরের ম্যাচটি টেবিলের দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস ও তিনে থাকা মিনিস্টার ঢাকার। তবে এ প্রতিবেদন তৈরির সময় মিরপুরে বৃষ্টির তোপ একটু কমে এলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছেই। ফলে শঙ্কা আছে সে ম্যাচ নিয়েও। ম্যাচ শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। বিপিএলের এ মৌসুমে বৃষ্টির বাগড়া অবশ্য এবারই প্রথম নয়। গতকালও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের দিনের দ্বিতীয় ম্যাচটা ১৮ ওভারে নেমে এসেছিল। এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম পর্ব শেষে দলগুলো ঢাকা পর্বের জন্য ফিরেছে। অবশ্য ঢাকার দ্বিতীয় পর্বে আজই শেষ দিন। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটে খেলা হবে। সেখানে ৩ দিনে ৬টি ম্যাচ আয়োজন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App