×

খেলা

ইংল্যান্ড কোচের চাকরি খোয়ালেন সিলভারউড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭ এএম

ইংল্যান্ড কোচের চাকরি খোয়ালেন সিলভারউড

ক্রিস সিলভারউড

গত বুধবার চাকরি খুইয়েছিলেন ইংল্যান্ডের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলস। তার ঠিক একদিন পরেই বরখাস্ত হলেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডও। অ্যাসেজে অস্ট্রেলিয়ার হাতে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেটে বদল অনিবার্য ছিল, ধীরে ধীরে তা কার্যকর হতে শুরু করেছে। খবর হিন্দুস্তান টাইমস।

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হোন বা কোচ, সকলের পারফরম্যান্সই বরাবর অ্যাসেজর ওপর ভিত্তি করে বিচার করা হয়। সেখানে পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচ কোনোক্রমে ড্র করে, বাকি চার ম্যাচে দুরমুশ হওয়ার পর সিলভারউডের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিলই। সেই জল্পনাই শেষমেশ সত্যি হল। ট্রেভর বেইলিসের সহকারী হিসাবে যোগ দেওয়ার পর, বেইলিস ২০১৯ বিশ্বকাপের পর চাকরি ছাড়লে প্রধান কোচের দায়িত্ব পান সিলভারউড। প্রায় তিন বছর সেই ভূমিকায় কাজ করার পর চাকরি হারালেন সিলভারউড।

সিলভারউডের অধীনে বিশেষত সাদা বলের ক্রিকেটেই ইংল্যান্ড দারুণ সাফল্য লাভ করে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছায় তারা। তবে টেস্ট ক্রিকেটে তেমন সাফল্য পায়নি ইংল্যান্ড। এর ফলেই জল্পনা সত্যি করে বিদায় ঘটল কোচের। ঘটনাক্রমে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজের কয়েক সপ্তাহ আগেই বরখাস্ত হতে হল সিলভারউডকে। তার পরিবর্তে ক্যারিবিয়ানে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালিস্ট ইংল্যান্ড দলের বর্তমান কোচ রিচার্ড ডসন, সিনিয়ার দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে জোরালো দাবিদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App