×

খেলা

বসুন্ধরার হারের দিনে শেখ জামালের দুর্দান্ত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫০ পিএম

বসুন্ধরার হারের দিনে শেখ জামালের দুর্দান্ত জয়

বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারের স্বাদ দিয়েছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। অন্যদিকে গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ২-১ গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে জয় দিয়ে লিগে শুভ সূচনা করেছে। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশি বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

প্রথমার্ধে স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে বসনিয়ান ফুটবলার নেডো পেনাল্টি থেকে গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় স্বাধীনতা সংঘ। সেই গোল নিয়ে অনেক ক্ষোভ ছিল বসুন্ধরার খোলোয়াড়দের। সেই বিতর্কিত গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাধীনতা কেসি। বিরতি থেকে ফিরেই ব্যবধান  ২-০ করে দলটি। স্বাধীনতার হয়ে গোলটি করেন রাসেল আহমেদ। ২-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার আশা ছাড়েনি বসুন্ধরা কিংস। ৪৮ মিনিটে ভ্রানিয়েসের ফ্রিকিক ঝাঁপিয়ে পড়ে কোনোক্রমে রক্ষা করেন স্বাধীনতার গোলরক্ষক সারোয়ার জাহান। ৭৩ মিনিটে  বসুন্ধরার হয়ে তৌহিদুল আলম সবুজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-১। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নবাগত স্বাধীনতা সংঘ।

অন্য দিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে প্রাধান্য বিস্তার করে খেলে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১২ মিনিটে গাম্বিয়ান সোলায়মান সিলার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শেখ জামাল। বিরতির বাঁশির আগে ব্যবধান ২-০ করেন নাইজেরিয়ান ম্যাথু চিনেদু। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে উত্তর বারিধারার হয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার কোচনেভ গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-১।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App