×

শিক্ষা

এইচএসসি ও সমমানের ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৭ পিএম

২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১১ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হবে। আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যেদিন প্রধানমন্ত্রী অনুমোদন করবেন, সেদিনই এই ফল প্রকাশ হবে।

২০২১ সালের ১ ডিসেম্বর থেকে দেশের সবগুলো শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ৩০ ডিসেম্বর। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৪ লাখ। এক হিসাবে দেখা গেছে, ২০২০ সালের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App