×

শিক্ষা

ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪১ পিএম

ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে শাবি শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ট্রাক চাপায় হাবিব নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদে মানবন্ধন করেছে সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা 'রাবির পাশে শাবিপ্রবি', 'হাবিব হত্যার বিচার চাই', 'নিরাপদ সড়ক চাই', 'ক্যাম্পাসে অযাচিত পুলিশ প্রবেশ বন্ধ কর', 'ক্যাম্পাসে লাশ কেন?', 'সারা বাংলার ছাত্রসমাজ এক হও, লড়াই করো', শিক্ষার্থীদের দাবি মেনে নাও, ইত্যাদি স্লোগান লেখা সম্বলিত প্লাকার্ড বহন করে শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত ভাস্কর ও শাহরিয়ার আবেদিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু বিচার না হওয়ার কারণে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে গাড়ির চালকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন। অথচ সেই ক্যাম্পাসের ভেতরেই ট্রাক চাপায় রাবি শিক্ষার্থীর মৃত্যু হয়। এতে রাবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন বক্তারা।

পাশাপাশি রাবি ক্যাম্পাসে পুলিশী অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়ে শাবিপ্রবিসহ দেশের সব ক্যাম্পাস থেকে পুলিশ ফাঁড়ি ও যেকোনো ধরনের পুলিশী স্থাপনা অপসারণের দাবি জানান তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের হিমেল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন রাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে এ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App