×

সারাদেশ

কাদের মির্জা ছেলের ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৭ পিএম

কাদের মির্জা ছেলের ওপর হামলা

বুধবার রাতে মির্জা মাসরুর কাদের তাশিকের ওপর হামলা করে দুর্বৃত্তরা। ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বামনি বাজারে হামলার এ ঘটনা ঘটে।

মির্জা মাসরুর কাদের তাশিক বলেন, রামপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর প্রচারণা চালানোর সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সিরাজিস সালেকিন রিমন ও রামপুর ইউনিয়নের বিএনপি নেতা আনছার উল্যাহসহ বেশ কিছু লোকজন আমার ওপর হামলা করে।

এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমার ছেলের ওপর পকেটমার রিমন ও বিএনপি নেতা আনছার উল্যাহ অতর্কিত হামলা করেছে। প্রশাসনকে এর বিচার করতে হবে। কোনোভাবে ছাড় দেয়া হবে না।

অভিযোগের বিষয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সিরাজিস সালেকিন রিমন বলেন, আমি এ মুহূর্তে ব্যস্ত আছি। আমার পাশে লোকজন আছে। আমি আপনাকে একটু পর বিস্তারিত জানাচ্ছি।

অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বিএনপি নেতা আনছার উল্যাহ বলেন, আমি কারও ওপর হামলা করিনি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান বলেন, ঘটনাস্থলে আমরা ছিলাম। সেখানে হামলা হয়নি। ধাক্কাধাক্কি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App