২০২২ সালের ২ ফেব্রুয়ারি। এক দিনে চারটি ‘দুই’। ইংরেজি ভাষায় সুরের মতো শোনায় ‘টুটুটুটু’। আর সেই সুরকেই যেন ট্রাম্পেটে তুলেছেন যুক্তরাষ্ট্রের এক গণিতের শিক্ষক রন গর্ডন।
সুরে সুরে শোনা গেল পর পর চারটি ‘টু’ এর ঝংকার। খবর আনন্দবাজার পত্রিকার।
রন গর্ডন বলেন, ট্রাম্পেট দিবস সহজে আসে না। এ বছর যদিও আরও একটি দিন এমন পাওয়া যাবে। সেটি হলো ২২.২.২২। অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ২০২২।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।