×

জাতীয়

থাইল্যান্ডে ৩ মাস ধরে চিকিৎসাধীন রওশন এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ এএম

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ সাড়ে পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তিনি গত বছরের ১৪ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৮৫ দিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রওশন এরশাদের সঙ্গে তিন মাস যাবত ব্যাংককে রয়েছেন পুত্র রাহ্গীর আলমাহি এরশাদ (সাদ) এমপি ও তার স্ত্রী মাহিমা এরশাদ। সোমবার (৩১ জানুয়ারি) রওশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাদ এরশাদ গণমাধ্যমকে জানান, উনি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থার কোনো উন্নতি নেই, আবার অবনতিও বলা যাচ্ছে না। তিনি নল দিয়ে খাবার গ্রহণ করছেন, মাঝেমধ্যে স্বাভাবিকভাবে খাওয়ার চেষ্টা করেন। একটু আধটু উঠে বসারও চেষ্টা করেন। এই অবস্থাতেই রয়েছেন। নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার জন্য গত বছরের ১৪ আগস্ট সিএমএইচে গেলে চিকিৎসকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্হিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। এ অবস্থা দেখে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App