×

পুরনো খবর

রানা প্লাজা ধস: হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অবশেষে শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৬:৫৫ পিএম

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অবশেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঘটনার আট বছর পার হওয়ার পর তা শুরু হলো। সোমবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী বিমল সমাদ্দার এ তথ্য জানান।

এতদিন মামলার বিচারে ৩৯ আসামির মধ্যে শুধু দুই জনের পক্ষে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় সাক্ষ্যগ্রহণ থেমে ছিল। সম্প্রতি তা খারিজ হয়। ফলে বিচার প্রক্রিয়া আবার শুরু হয়েছে।

মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ পরিদর্শক ওয়ালী আশরাফ ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন।

সাক্ষ্য গ্রহণের সময় মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা কারাগার থেকে ভাচুর্য়াল মাধ্যমে আদালতে যুক্ত ছিলেন।

বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ ঠিক করেননি।

আইনজীবী বিমল জানান, এক অভিযুক্তের স্থগিতাদেশ খারিজের কাগজ জেলা জজের দপ্তর ও পিপি কার্যালয়ে আসলেও অপর একজনের বিষয়ে স্থগিতাদেশের আদেশ এটর্নি জেনারেল কার্যালয় থেকে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের দপ্তরে এখনও পৌঁছায়নি। এ জন্য চিঠি পাঠানো হয়েছে।

করোনা বিধি নিষেধের কারণে মামলার পরবর্তী তারিখ ৮ ফেব্রুয়ারির আগে ধার্য্য করা হবে না বলে জানান তিনি।

এর আগে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু পিছিয়েছে ২৫ বারের বেশি।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন; প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করতে হয় আরও হাজারখানেক তৈরি পোশাক শ্রমিককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App