×

আন্তর্জাতিক

তালেবান স্বীকৃতি পেতে এক আমিরিকানকে মুক্তির শর্ত বাইডেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১১:০১ পিএম

তালেবান স্বীকৃতি পেতে এক আমিরিকানকে মুক্তির শর্ত বাইডেনের

২০১৪ সালের তোলা একটি ছবি। কাবুলে এক দশক ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত মার্ক ফ্রেরিক্স

তালেবানকে স্বীকৃতি পেতে একটি শর্ত দিয়েছেন বাইডেন। আর তা হলো মার্ক ফ্রেরিক্স নামে এক আমেরিকানকে মুক্তি দিতে হবে।

ধারণা করা হয় মার্ক ফ্রেরিক্স হলেন সর্বশেষ আমেরিকান যিনি তালেবানের হাতে আটক আছেন। দুই বছর আগে তাকে নিজেদের জিম্মায় নেয় তালেবান যোদ্ধারা।

ফ্রেরিক্স পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। তাছাড়া তিনি আমেরিকান নৌবাহিনীতেও কাজ করেছেন। ২০২০ সালের জানুয়ারী মাসে তাকে জিম্মি করা হয়।

জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, তালেবান যদি কোনো প্রকার স্বীকৃতি চায় তাহলে আগে মার্ক ফ্রেরিক্সকে মুক্তি দিতে হবে।

এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বিবৃতিতে বলেন, তালেবানের যদি বৈধতা পাওয়ার কোনো আশা করে থাকে তাহলে এই মূহুর্তে মার্ক ফ্রেরিক্সকে মুক্তি দিতে হবে। এ নিয়ে কোনো আলোচনা হবে না।

তিনি আরো বলেন, আমেরিকান ও নিরপরাধ মানুষের নিরাপত্তা হুমকি বিষয়টি কখনো মেনে নেওয়া যায় না। আর কাউকে জিম্মি করার বিষয়টি হলো নিষ্ঠুরতা ও কাপুরুষতা।

তবে বাইডেনের এমন বিবৃতির পর এখন পর্যন্ত কোনো প্রকার জবাব দেয়নি তালেবান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App