×

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৯:৫৪ পিএম

করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি লিখেছেন, আজ সকালে আমার কোরোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। আমি ভালো আছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই দুরত্ব রক্ষা করে কাজ করব। পোস্টের শেষে তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য অনুরোধ জানান।

বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বোরবার (৩০ জানুয়ারি) এমন দাবি করে কানাডার কয়েকটি গণমাধ্যম।

করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে কয়েকদিন ধরেই কানাডায় ট্রাক চালকদের ব্যাপক বিক্ষোভ চলছে। ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে বিভিন্ন শহর। এতে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি। পণ্য বহন না করে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় জড়ো হয়েছেন হাজার হাজার চালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App