×

জাতীয়

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০১:২৭ পিএম

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

ছবি: সংগৃহীত

ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৮৮ ছিল, যা বাতাসের মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে নির্দেশ করে। পাকিস্তানের লাহোর ২২১ ও আফগানিস্তানের কাবুল ১৯০ একিউআই স্কোর নিয়ে তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরন বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩) কে ভিত্তি করে। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। ঘনবসতিপূর্ণ এ শহরের বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App