×

আন্তর্জাতিক

ভারতের কাশ্মীরে গোলাগুলি, ৫ জঙ্গি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১০:২৩ এএম

ভারতের কাশ্মীরে গোলাগুলি, ৫ জঙ্গি নিহত

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা ও বদগামে দুটি পৃথক বন্দুকযুদ্ধে ৫ জন জঙ্গি নিহত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত জঙ্গিদের মধ্যে জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি এবং এক পাকিস্তানি জঙ্গি রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের।

এই অভিযানকে ভারতের পুলিশের পক্ষ থেকে বড় সাফল্য ঘোষণা করে টুইটও করা হয়েছে।

টুইট বার্তায় কাশ্মীর পুলিশ লিখেছে, গত ১২ ঘণ্টায় জোড়া সংঘর্ষে পাক মদতপুষ্ট পাঁচ জঙ্গি মারা গিয়েছে। নিহতদের মধ্যে জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছে। এটা আমাদের কাছে বড় সাফল্য।

উল্লেখ্য, জাহিদ ওয়ানি ভারতের লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ান মারা যান। ঘটনার পর থেকে তাকে পুলিশ খুঁজছিল।

বাদগাম জেলায় সংঘর্ষে যে জঙ্গি মারা গিয়েছে তার কাছ থেকে একটি একে রাইফেল উদ্ধার হয়েছে। কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, মাস খানেক বাদে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এত বড় সাফল্য এল।

এর আগে গত মাসে কাশ্মীর উপত্যকায় এক ডজন সংঘর্ষে ২২ জন জঙ্গি নিহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App