×

জাতীয়

নতুন বাকশাল প্রতিষ্ঠার চক্রান্ত করছে সরকার: ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৭:৩১ পিএম

নতুন বাকশাল প্রতিষ্ঠার চক্রান্ত করছে সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীণতার ৪৭ বছর পরে দেশে নতুন করে বাকশাল প্রতিষ্ঠার নতুন চক্রান্ত শুরু হয়েছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল রাজনৈতিক দল ও গণতন্ত্রগামী মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাকশাল হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাকশাল দিবস উপলক্ষে এক ভাচূর্য়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।

[caption id="attachment_332202" align="alignnone" width="1600"] ভাচূর্য়াল আলোচনা সভা[/caption]

ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের লেবাসে তারা নতুন বাকশাল কায়েমের চেষ্টা করছে। সেই সময় আওয়ামীলীগের দাবি ছিলো এক দল এক নেতা; এখানো সেই এক দল এবং নেতারাই ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এর ধারাবাহিকতায় ৭ দিনের মধ্যে নির্বাচন কমিশন আইন পাশ হয়েছে। কিন্তু এই আইন দিয়ে শেষ রক্ষা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App