×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ এএম

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

প্রতীকী ছবি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমে এসেছে। তবে ওমিক্রনের প্রভাবে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যু। করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার (২৯ জানুয়ারি) সকাল নয়টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৪ লাখ ৪১ হাজার ৪১৯ জন। মোট মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ১১০ জনের। মোট সুস্থ হয়েছেন ২৯ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ২৫৯ জন।

শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৭৮ জনের।

আগের দিন শুক্রবার বিশ্বে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন এবং এ রোগে মারা গেছেন ১০ হাজার ২৬৬ জনের। এর আগে বৃহস্পতিবার বিশ্বে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জন এবং করোনায় মৃত্যু হয় ৯ হাজার ৯২৭ জনের।

বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া।

এর আগে গত ২৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এরপর গতকাল শুক্রবার চীনের উহানের বিজ্ঞানীদের ল্যাবে করোনার নতুন ধরন নিওকোভ শনাক্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App