×

সারাদেশ

রাজশাহীতে রাত ৮টার পর দোকান বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১২:২৪ এএম

রাজশাহীতে রাত ৮টার পর দোকান বন্ধ

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার পর থেকে রাজশাহীর সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৭৪. ৮৪ শতাংশ। শনাক্তের এ উর্ধ্বগতি রোধ করতেই নতুন এই নির্দেশ জারি করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বেড়ে গেছে। এ অবস্থায় জেলা করোনা ব্যবস্থাপনা কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন রাত ৮টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

জেলা প্রশাসক জানান, করোনা নিয়ন্ত্রণে সরকারের যেসব বিধিবিধান চালু আছে তা বহাল থাকবে। স্বাস্ব্যবিধি মেনে সবাইকে স্বাভাবিক কাজ করতে হবে। এর সঙ্গে নতুন এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App