×

খেলা

বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন জাহানারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৯:০২ এএম

বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন জাহানারা

জাহানারা আলম

শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে কমনওয়েলথ গেমস বাছাই পর্বের দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আসছে মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ জানুয়ারি) তাকে নিয়েই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা।

মার্চে বিশ্বকাপ শুরু হলেও নিগার সুলতানার নেতৃত্বে আগেভাগেই নিউজিল্যান্ডে যাবে দল। জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দলটি দেশ ছাড়বে। শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্প। দেশে কয়েক সপ্তাহ অনুশীলন করবে তারা। তারপরই দেশ ছাড়বে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ৩১ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ ৩১টি। খেলা হবে নিউজিল্যান্ডের ছয় শহর অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডানেডিন, হ্যামিল্টন, তাওরাঙ্গা ও ওয়েলিংটনে। ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে রয়েছে ফাইনাল।

৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। একই ভেন্যুতে ৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন মেয়েরা। এরপর ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ছন্দা, সানজিদা আক্তার মেঘলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App