×

সারাদেশ

নৌ পুলিশের অভিযানে ৩০ মণ ইলিশ মাছ জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৬:২২ পিএম

নৌ পুলিশের অভিযানে ৩০ মণ ইলিশ মাছ জব্দ

উদ্ধারকৃত ইলিশের মূল্য প্রায় ৫ লাখ টাকা। ছবি: ভোরের কাগজ

মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন কাটপট্টি মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ কেজি বা ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। উদ্ধারকৃত জাটকা মূল্য প্রায় ৫ লাখ টাকা। নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম শনিবার (২৯ জানুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশের এসপি মিনা মাহমুদার তত্বাবধানে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ২০০ কেজি বা ৩০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নৌপুলিশ নিয়মিতভাবে বছরব্যাপী নিষিদ্ধ ঘোষিত জাটকা নিধন অভিযান পরিচালনা করে আসছে। জাটকা নিধন বন্ধ হলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়বে। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App