×

আন্তর্জাতিক

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত শহরে প্রথম তুষারপাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৪:৩৬ পিএম

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত শহরে প্রথম তুষারপাত

নিউইয়র্কে তুষারপাত। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ক্যানান শহরেই এবারের শীত মওসুমে প্রথম তীব্র তুষারপাত হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া শীতকালীন তুষারঝড় ক্যানানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এক প্রবাসী বাংলাদেশি বলছেন, যে হারে তুষার পড়ছে, তাতে কাল আমি কাজে যেতে পারব না। কাল বাসায়ই থাকব। আরেকজন বলেন, বাসায় থাকার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এই করোনার মধ্যে আমরা বাইরে বের হতে চাই না। ক্যানানের তীব্রতায় আটলান্টিক মহাসাগর পাড়ের প্রায় সব কটি অঙ্গরাজ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চলে তীব্র তুষার ঝড় বয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে ট্রেন ও সড়ক যোগাযোগ। ব্যাহত হচ্ছে বিমান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এ তুষারঝড়। পূর্ব উপকূলীয় অঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে এর আগেও তুষারপাত হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App