×

স্বাস্থ্য

‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ডে’ ভূষিত ডা. এবিএম আবদুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৮:১৫ পিএম

‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ডে’ ভূষিত ডা. এবিএম আবদুল্লাহ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে সম্প্রতি ‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড’ সম্মাননা গ্রহণ করেন ডা. এবিএম আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দেশের বিশিষ্ট ওষুধ বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ পেলেন ‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২১’ শীর্ষক বিশেষ সম্মাননা। চিকিৎসা এবং স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য সম্প্রতি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা তাকে এই সম্মাননা প্রদান করে।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ড পাওয়ার পর অধ্যাপক এবিএম আবদুল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, সম্মাননার জন্য আমি আসলে কাজ করি না। তবে ভালো কাজের জন্য কোনো স্বীকৃতি পেলে সেটা ভালোই লাগে, আরও বেশি কাজ করার আগ্রহ জাগে।

তিনি করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা, হাত ধোয়া, দূরত্ব বজায় রাখাসহ পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App