×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলা হবে ভয়াবহ, মার্কিন জেনারেলের হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১১:০৭ এএম

ইউক্রেনে রাশিয়ার হামলা হবে ভয়াবহ, মার্কিন জেনারেলের হুঁশিয়ারি

শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের বিষয়ে শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি বলেছেন, এ অঞ্চলে রাশিয়া হামলা চালালে সেটি হবে ভয়াবহ।

আজ শনিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন এই জেনারেল পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেন, রাশিয়া যেভাবে দ্রুতগতিতে এগোচ্ছে, এতে করে ধারণা করছি ইউক্রেনে তারা হামলা করলে সেটি হবে ভয়াবহ।

তিনি আরও বলেন, স্নায়ুযুদ্ধের পর ইউক্রেন সীমান্তে রাশিয়ার কয়েক লাখ সৈন্য মোতায়েন আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সৈন্য নিয়ে পিছু হটতে হবে। এটি খুবই গুরুতর বিষয়। কেননা ইউক্রেনে হামলা হলে বহু বেসামরিক লোক নিহত হবেন।

‘কূটনৈতিকভাবে সমঝোতা’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, রাশিয়ার সঙ্গে এখনও কূটনৈতিকভাবে সমঝোতা সম্ভব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষায় সর্বতোভাবে সহায়তা করবে। তবে সংঘর্ষ এখনও অনিবার্য হয়ে ওঠেনি। কূটনৈতিকভাবে সমঝোতার দরজা এখনও খোলা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App