×

আন্তর্জাতিক

আতঙ্ক ছড়াবেন না, পশ্চিমাদের উদ্দেশে ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১০:২৯ এএম

আতঙ্ক ছড়াবেন না, পশ্চিমাদের উদ্দেশে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন, সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনকে কেন্দ্র করে পশ্চিমা শক্তি যেন আতঙ্ক না ছড়ান।

আজ শনিবার (২৯ জানুয়ারি) রাশিয়ার ‘সম্ভাব্য আগ্রাসনের মুখে’ এক ব্রিফিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন।

পড়ুন : উত্তেজক পরিস্থিতিতে ইউক্রেনে গুলি

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ফেব্রুয়ারিতেই রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে। তবে বরাবরের মতোই বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটির ভাষ্য, তারা ইউক্রেনের সীমান্তে কেবল সৈন্য মোতায়েন করেছে। কিছুদিনের মধ্যেই তারা চলে যাবে।

গত বছরের অক্টোবর থেকে ইউক্রেন সীমান্তে সৈন্য মোতায়েন শুরু করে রাশিয়া। তখন থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে বিষয়টি ভাবিয়ে তুলেছিলো।

এর মধ্যেই রাশিয়া দাবি করে বসে, ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখতে হবে। অর্থাৎ দেশটিতে ন্যাটোর সম্প্রসারণ চলবে না। বৃহস্পতিবার সেই দাবি প্রত্যাখ্যান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। একইসঙ্গে রাশিয়াকে গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম-২ প্রকল্প বন্ধের হুমকি দেয় যুক্তরাষ্ট্র।

পড়ুন : রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

পড়ুন : রাশিয়া ইউক্রেনে হামলা চালালে কী করবে ন্যাটো

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App