×

জাতীয়

দেশে করোনা শনাক্তের হার রেকর্ড ৩৩.৩৭ শতাংশ, মৃত্যু ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। করোনাভাইরাসের মহামারি শুরুর পর দেশে শনাক্তের হারে এটাই সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৪ জুলাই শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া গত গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার করোনায় ১৫ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ১৫ হাজার ৮০৭ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App