×

খেলা

দুই বার লালকার্ড পেয়ে মাঠে থাকলেন ব্রাজিলের আলিসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৩:৩৩ পিএম

দুই বার লালকার্ড পেয়ে মাঠে থাকলেন ব্রাজিলের আলিসন

ব্রাজিলের ফুটবলার আলিসনকে রেড কার্ড দেখাচ্ছেন গোলরক্ষক

ফুটবলের ইতিহাসে গতকাল ঘটেছে আশ্চর্যজনক ঘটনা। আর সেটি হলো দুই দফা লাল কার্ড দেখানোর পরেও এক ফুটবলারকে মাঠের বাইরে যেতে হয়নি। ওই ফুটবলার হলেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন।

এ ঘটনায় ম্যাচটিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহৃত হয় বারবার। এর ফলে মাঠে বিতর্ক চললেও ম্যাচ শেষে এই প্রযুক্তির প্রশংসা করতে দেখা যায় আলিসন।

বৃহস্পতিবার ইকুয়েডরের রাজধানী কিটোয় বিশ্বকাপ বাছাইপর্বে এই ম্যাচ ড্র হয় ১-১ গোলে। এই ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র হলো ভিএআর। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) স্পোর্টসবিষয়ক সংবাদমাধ্যম স্কাইস্পোর্টসের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

ম্যাচে দুই দলের দুটি লাল কার্ড, আলিসন দুবার লাল কার্ড পেলেও তা পরে বদলে যাওয়া, ইকুয়েডরের পক্ষে দুটি পেনাল্টির বাঁশি বাজার পরও পেনাল্টি না পাওয়া- এসব হয়েছে প্রযুক্তির সহায়তায়। আর এটিই ফুটবলের ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা।

আর তাই ম্যাচের পর আলিসন বললেন, ভিএআর না থাকলে ব্রাজিল অন্যায়ের শিকার হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App