×

আন্তর্জাতিক

করোনার নতুন ধরন ‘নিওকোভ’, তিনজনে একজনের মৃত্যু!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৪:৪০ পিএম

করোনার নতুন ধরন ‘নিওকোভ’, তিনজনে একজনের মৃত্যু!

প্রতীকী ছবি

করোনার নতুন একটি ধরন চীনের হুবেই প্রদেশের উহান শহরের বিজ্ঞানীরা শনাক্ত করেছেন। তারা ধরনটির নাম দিয়েছেন ‘নিওকোভ’।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) উহানের একটি ওয়েবসাইটে প্রকাশ হওয়া এক গবেষণা প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। বলা হয়, নতুন এই ধরনে প্রতি তিন সংক্রমিত ব্যক্তির মধ্যে একজনের বা ৩৩ শতাংশেরই মৃত্যু হতে পারে।  খবর আনন্দবাজার পত্রিকার।

বিজ্ঞানীরা বলেছেন, নতুন শনাক্ত হওয়া ধরনটি শ্বাসযন্ত্রকে ব্যাপক প্রভাবিত করতে পারে। এছাড়া অন্য ধরনগুলোর তুলনায় এটি আরও বেশি প্রাণঘাতী। বাজারের কোনো টিকাই ‘নিওকোভ’ এর ক্ষেত্রে কাজে আসবে না।

করোনার নতুন ধরন ‘নিওকোভ’ অন্য ধরনগুলোর চেয়ে আলাদা হলেও ২০১৩ ও ২০১৫ সালে এর মতো ধরনের অস্তিত্বের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা। করোনার সঙ্গে ‘নিওকোভে’র মিল রয়েছে। এটি প্রথম দক্ষিণ আফ্রিকায় বাঁদুড়ের দেহে শনাক্ত হয়। বৃহস্পতিবার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’র বিবৃতিতে বলা হয়, চীনা বিশেষজ্ঞরা করোনার নতুন ধরন ‘নিওকোভে’র বিষয়টি জানিয়েছেন। প্রকৃতপক্ষে মানুষের দেহে এটি শনাক্তের আশঙ্কা নেই।

বিশ্বে ওমিক্রন সংক্রমণের মাত্রা তীব্র হওয়ার মুখে করোনার নতুন ধরন শনাক্ত হলো। তবে ‘নিওকোভে’র মারণক্ষমতা বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App