×

আন্তর্জাতিক

আফ্রিকার ৩ দেশে ঝড়, ৮০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ১২:০২ পিএম

আফ্রিকার ৩ দেশে ঝড়, ৮০ জনের মৃত্যু

অ্যানা ঝড়কবলিত অঞ্চলের এক নারী। ছবি : সংগৃহীত

আফ্রিকার তিনটি দেশে গ্রীষ্ণমণ্ডলীয় ঝড় অ্যানার কবলে পড়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানার আগে মাদাগাস্কারে এ ঝড় শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী ঝড়ে মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের মৃত্যু হয়েছে।

ঝড়ের কারণে তিন দেশে অন্তত ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতে বহু এলাকা ডুবে গেছে। মাদাগাস্কারে এক লাখ ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। আন্তনানারিভোর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করে দেয়া হয়েছে।

এদিকে, মোজাম্বিকের উত্তর ও মধ্যাঞ্চলে ১০ হাজার ঘরবাড়ি, কয়েক ডজন স্কুল ও বেশ কয়েকটি হাসপাতাল ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলািকা। দেশটির আবহাওয়া বিভাগ চলতি মৌসুমে মার্চ মাস পর্যন্ত এসব অঞ্চল আরও ছয়টি বড় ঝড়ের মুখে পড়তে পারে বলে জানিয়েছে। এ বিষয়ে মোজাম্বিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কর্মকর্তা মির্তা কাউলার্ড বলেছেন, পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App