লকডাউন চলাকালীন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদ ও জন্মদিনের পার্টি করার মাধ্যমে বেকায়দায় পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের দলের সাংসদরা তার বিরুদ্ধে চিঠি দেবেন। এদিকে কিছুদিনের মধ্যেই বরিস জনসনের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা আছে।
বরিসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন যুক্তরাজ্যের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সু গ্রে। যদিও ওই তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই প্রতিবেদনটি প্রকাশ করা হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।