×

জাতীয়

শিক্ষাঙ্গনে আমরা গ্রেনেড হামলা চাই না: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১২:৪৭ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষাঙ্গনে গ্রেনেড হামলা চাই না। সাউন্ড গ্রেনেডকেও আমরা কেউই সমর্থন করি না।

বুধবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা পুলিশি নির্যাতন হয়েছে শিক্ষার্থীদের ওপর। প্রথমে তাদের আন্দোলন কিন্তু ভিসি অপসারণ ছিল না। নির্যাতনের পর পরই দৃশ্যপট পরিবর্তন হয়ে গেলো। পুলিশের নির্যাতন আমরা তদন্ত করে দেখব। তবে সব দাবি ছাপিয়ে একটা দাবি বড় হয়ে উঠল ভিসি অপসারণ। ভিসি অপসারণ আচার্যের বিষয়। বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাকে চিহ্নিত করতে চাই। সমস্যা নির্মূলে কাজ করতে চাই।

শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্য নিয়োগে একাডেমিক যোগ্যতাই শুধু দেখা হয় না। আমরা দেখি, তিনি প্রক্টর, প্রোভিসি ছিলেন কিনা, তিনি কোন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন কিনা। সবাইকে নিয়ে চলতে পারবেন কিনা- এসবও দেখি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App