×

আন্তর্জাতিক

ভারতে করোনায় ৫৭৩ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ছুঁইছুই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:৪৯ এএম

ভারতের করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। করোনায় আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠার হার সেদিকেই ইঙ্গিত করছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। এখনও পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭০০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৯.৫৯ শতাংশ। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগী ২২ লাখ ২ হাজার ৪৭২ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশটিতে ৩ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৩২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন।

ভারতে টিকাদান কর্মসূচি বেশ সন্তোষজনক বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত দেশটিতে প্রায় ১৬৩ কোটি ৮৪ লাখের বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App