×

চিত্র বিচিত্র

বাড়িতে চিতাবাঘ, ১৪৪ ধারা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:০৬ এএম

বাড়িতে চিতাবাঘ, ১৪৪ ধারা জারি

বৃহস্পতিবার ভারতের কোচবিহার শহরের একটি বাড়িতে চিতাবাঘের দেখা মেলে। ছবি: সংগৃহীত

বনের চিতাবাঘ বাড়িতে এসে হাজির, তাও সকালে ঘুমচোখে শৌচাগারের দিকে যাওয়ার সময় চিতাবাঘের সঙ্গে দেখা। ব্যস, ঘুম আর কোথায় থাকে? বাঘের আতঙ্কে ঘুম কোথায় যে পালিয়ে গেল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভারতের কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় মনোজবাবুর বাড়িতে এ ঘটনা ঘটে। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় জনৈক মনোজ সরকারের বাড়ির সামনে। খবর আনন্দবাজার পত্রিকার।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা যায়, বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে হাজির হন। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

ইতোমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন দফতর সূত্র জানিয়েছে। তবে এ পর্যন্ত তাকে বাগে আনা যায়নি। বাঘটি ধরতে মনোজবাবুর বাড়ির ভিতর জাল পাতার কাজ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App