×

জাতীয়

জলাধার বরাদ্দ দিলো রেলওয়ে, উদ্ধার করলেন মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০৮:১৪ পিএম

জলাধার বরাদ্দ দিলো রেলওয়ে, উদ্ধার করলেন মেয়র

ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম

রাজধানীর কুড়িল ফ্লাইওভার সংলগ্ন জলাধারের পাঁচ তারকা হোটেল নির্মাণের জন্য মিলেনিয়াম হোল্ডিং নামে একটি কোম্পানিকে বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বরাদ্দ পেয়ে তাতে মাটি ভরাট করে এরই মধ্যে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে আশেপাশে জলাবদ্ধতা দেখা দেয়ার সম্ভাবনা দেখা দেয়।

এ অবস্থায় আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে স্থাপনাটি ভেঙে দেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। উদ্ধার করেন জলাধার।

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে নগরীর কোনো জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না।

তিনি বলেন, কুড়িল বিশ্বরোডের পাশের এই জলধার যুগ যুগ ধরে নিকুঞ্জের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করে আসছে, এটি ভরাট করা হলে নিকুঞ্জসহ এয়ারপোর্ট রোডে বর্ষার পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, 'জলাধারের জায়গা সরেজমিন পরিদর্শন না করেই বাংলাদেশ রেলওয়ে বরাদ্দ দিয়েছে। এক দশমিক ৮৪ একরের এই জলাধার রক্ষায় প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

রাস্তার পাশে অনুমতি ছাড়া নির্মিত মিলিনিয়াম হোল্ডিং লিমিটেডের একটি বিশাল সাইনবোর্ড ভেঙে উচ্ছেদ করা হয়।

এছাড়া, তিনি সৃষ্ট সমস্যার সম্ভাব্য প্রতিকার নিয়ে রেলওয়ে মন্ত্রী নূরুল ইসলাম সুমনের সাথে মুঠোফোনে কথা বলেন।

উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App