×

জাতীয়

অসংক্রামক রোগ বাড়ার জন্য আমরাই দায়ী: মেয়র আতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০৮:১৯ পিএম

অসংক্রামক রোগ বাড়ার জন্য আমরাই দায়ী: মেয়র আতিক

বৃহস্পতিবার প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী পর্বে জুমে যুক্ত হয়ে কথা বলছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ছবি : ভোরের কাগজ

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অসংক্রামক রোগ বাড়ার জন্য আমরাই দায়ী।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী পর্বে জুমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, আমার নিজেরাই খেলার মাঠ দখল করে রেখেছি। আমরা খাল দখর করে রেখেছি। সুতারাং সেই পরিবেশ আমরা দিতে পারছি না। আসুন আমরা সবাই মিলে কিভাবে আমাদের ভবির্ষত প্রজন্মের জন্য অসংক্রামক রোগ সম্পর্কে তুলে ধরি। সেজন্য পাড়া-মহল্লাসহ বিভিন্নভাবে বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করার তাগিদ দেন তিনি।

তিনি বলেন, আমার যারা মিরপুরে থাকি সেখানে পানি নিষ্কাশনের জন্য ১৭৩ একর জমি আছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। এর মধ্যে মাত্র তিন একর জমি বাছে বাকি ১৭০ একর জমি দখল হয়ে গেছে। সুতরাং একটু বৃষ্টি হলেই আমাদের কিন্তু পানি চলে আসছে। সুতরাং কিছু কিছু রোগের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের বাইরের খাবার না খেয়ে ঘরের খাবার খেয়ে হবে। ভেজালমুক্ত খাবার খেতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App