×

স্বাস্থ্য

প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ১০:০৫ এএম

প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু

অসংক্রামক রোগ

ঢাকায় প্রথমবারের মতো ৩ দিনব্যাপী জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ৯টা থেকে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জাতীয়ভাবে এটিই প্রথম সম্মেলন। অসংক্রামক ব্যাধি নিরুপণের লক্ষ্যে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ণ ও জনসচেতনতা বাড়াতে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম (বিএনসিডিএফ), বাংলাদেশ ক্লিনিক্যাল রির্সাচ প্লাটফর্ম এবং বাংলাদেশ  হেলথ রিপোর্টার্স ফোরাম, আইসিডিডিআরবি, ব্রাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পপুলার মেডিকেল কলেজসহ ৩০টি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনটিতে সহযোগিতা করছে ইউনিসেফ, ইউএনএফপি, ওরবিজ ইন্টারন্যাশনাল, ট্রমা সেন্টার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, রেনেটা ফার্মাসিউটিক্যাল, নোভিস্থা ফার্মাসিউটিক্যালসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান।

সম্মেলনের বিভিন্ন দিক সম্পর্কে প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলনের আয়োজক কমিটির সদস্য সচিব ডা. শামীম হায়দার তালুকদার জানান, সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সম্মেলনের তৃতীয় দিনে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জন বিশিষ্ট চিকিৎসককে মরণোত্তর সম্মাননা স্মারক এবং ৬ জন চিকিৎসককে বিশেষ সম্মাননা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App