×

শিক্ষা

উত্তাল শাবি ক্যাম্পাস: শিক্ষার্থীদের ‘চাষাভুষার টং’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৫১ এএম

উত্তাল শাবি ক্যাম্পাস: শিক্ষার্থীদের ‘চাষাভুষার টং’

শাবি শিক্ষার্থীদের ‘চাষাভুষার টং’। ছবি: সংগৃহীত

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন চলার সময় খাবারের দোকান বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীরা নিজেরাই ভ্রাম্যমাণ দোকান চালু করেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে শাবি প্রশাসনের প্রতি প্রতিবাদ হিসেবে শিক্ষার্থীরা নিজেরাই চালু করলেন ‘চাষাভুষার টং’ নামে ভ্রাম্যমাণ দোকান। এ দোকানে চা, বিস্কুটসহ হালকা খাবার বিক্রি করা হচ্ছে। ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে খাবার কিনছেন।

‘চাষাভুষার টং’ এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানান, আন্দোলন বন্ধে প্রশাসন খাবারের দোকান বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় শিক্ষার্থী এবং  গণমাধ্যমকর্মীদের খাবার পেতে সমস্যা হচ্ছে। প্রতিবাদ হিসেবে ভ্রাম্যমাণ দোকানটি চালু করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল খাবার দোকান বন্ধ করে দেয়া হয়। খাবারের দোকান বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।

শিক্ষার্থীরা ধারণা করছেন তাদের আন্দোলন বন্ধ করার জন্যই খাবারের দোকান বন্ধ করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App