×

জাতীয়

হাসপাতালে ভর্তি রোগীর ৮৫ শতাংশই টিকা নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৪:০৯ পিএম

হাসপাতালে ভর্তি রোগীর ৮৫ শতাংশই টিকা নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের অতি সাহস ও বেপড়োয়া চলাচলের কারণে দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এছাড়া বৈশ্বিক কারণও আছে। দেশে সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো খুব বাড়েনি। যারা হাসপতালে ভর্তি হচ্ছে তাদের ৮৫ শতাংশেরই টিকা নেয়া ছিলো না। এছাড়া যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের অধিকাংশেরও টিকা নেয়া ছিলো না।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই মন্তব্য করেন।

ভার্চুয়ালি এই সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন। সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যু কম হবার অন্যতম কারণ হচ্ছে টিকা গ্রহণ। সবাইকে টিকার আওতায় আনা গেলে মৃত্যুর সংখ্যা আরও কমবে। এবং হাসপতাালের চাপও কমবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App