×

স্বাস্থ্য

ওমিক্রনের জন্য ফাইজার আনছে বিশেষ ভ্যাকসিন, চলছে পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১০:১৮ পিএম

ওমিক্রনের জন্য ফাইজার আনছে বিশেষ ভ্যাকসিন, চলছে পরীক্ষা

ভ্যাকসিন। ফাইল ছবি

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে ফাইজার ও বায়োএনটেক। এই পরীক্ষার মধ্য দিয়ে জানা যাবে, নতুন এই ভ্যাকসিন কতখানি নিরাপদ, সহনশীল এবং কেমন প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম। ১৪২০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর মধ্যে এই পরীক্ষা চালানো হবে। অংশ নেয়া সকলের বয়স ১৮ থেকে ৫৫। মোট ৩ দলে ভাগ করে এই পরীক্ষা চালানো হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে তারা। এরমধ্যে এক দল গত ৯০ থেকে ১৮০ দিনের মধ্যে প্রচলিত ফাইজার ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। তাদেরকে নতুন ওমিক্রন ভ্যাকসিনের এক বা দুই ডোজ দেয়া হবে। আরেক দলে যারা আছেন তারা ৯০ থেকে ১৮০ দিনের মধ্যে প্রচলিত ফাইজার ভ্যাকসিনের তিন ডোজ নিয়েছেন। তাদেরকে আরও একডোজ ফাইজার ভ্যাকসিন কিংবা ওমিক্রন ভ্যাকসিন দেয়া হবে। সর্বশেষ দলে যারা আছেন তারা কেউ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেননি। তাদেরকে তিন ডোজ ওমিক্রন ভ্যাকসিন দেয়া হবে। এর প্রতি ডোজ ৩০ মাইক্রোগ্রামের, যা প্রচলিত ফাইজার ভ্যাকসিনের সমান। এ নিয়ে ফাইজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন জ্যানসেন একটি বিবৃতিতে বলেন, গবেষণা ও রিয়াল-ওয়ার্ল্ড ডাটা বলছে বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের সুরক্ষা দিচ্ছে এবং মানুষকে গুরুতর অসুস্থ হওয়া থেকে বাঁচাচ্ছে। তবে ভবিষ্যতে ওমিক্রন ভ্যারিয়েন্টকে মোকাবেলায় আলাদা করে প্রস্তুতির অংশ হিসাবে নতুন এই ভ্যাকসিন আনা হয়েছে। ফাইজারের সিইও আলবার্ট বোরলা গত মাসে বলেছিলেন, ওমিক্রনের জন্য নতুন ভ্যাকসিন প্রয়োজন হলে তা মার্চ মাসের আগেই নিয়ে আসবে তারা। তবে ফাইজারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এরইমধ্যে নতুন ওমিক্রন ভ্যাকসিনের উতপাদন শুরু হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App