×

জাতীয়

আইসোলেশনের সময়সীমা কমছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৪:৩৯ পিএম

আইসোলেশনের সময়সীমা কমছে

আইসোলেশন। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান করোনা রোগীদের চিকিৎসা এবং ডাক্তার নার্স সহ স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আইসোলেশন পলিসিতে আইসোলেশনে থাকার সময়সীমা কমানো হচ্ছে। সরকার এই সময় সীমা ৫ থেকে ৭ দিন করার বিষয়ে ভাবছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। ভার্চুয়ালি এই সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া র‌্যাপিড আরটিপিসিআর পরীক্ষার অনুমোদন এবং ট্রিটম্যান্ট গাইড নবায়ন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App