×

খেলা

সাকিবকে ছাড়িয়ে আইসিসির বর্ষসেরা বাবর আজম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

সাকিবকে ছাড়িয়ে আইসিসির বর্ষসেরা বাবর আজম

বাবর আজম। ফাইল ছবি

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন বাবর আজম। বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিংকে হারিয়ে পুরস্কারটি জিতে নেন তিনি। এছাড়া বর্ষসেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হয়েছেন এই ব্যাটসম্যান।

গেলো বছর মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পান বাবর। তাতে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেন। যেখানে দুটি সেঞ্চুরি ছিল। অন্যদিকে, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২১ সালে ৯টি ওয়ানডে ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেন। হাফ-সেঞ্চুরি করেন ২টি। বল হাতে ১৭.৫২ গড়ে ১৭টি উইকেট নেন।

পল স্টার্লিং ২০২১ সালে ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি ৭০৫ রান সংগ্রহ করেন। ব্যাটিং গড় ৭৯.৬৬। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার জানেমন মালান ২০২১ সালে ৮টি ওয়ান ডে ম্যাচের ৭টি ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ২টি। হাফ-সেঞ্চুরি করেন ২টি।

ওয়ানডে ছাড়াও আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তারই স্বদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

https://twitter.com/ESPNcricinfo/status/1485504753434230786?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485504753434230786%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fsamakal.com%2Fsports%2Farticle%2F220194002%2FE0A6B8E0A6BEE0A695E0A6BFE0A6ACE0A695E0A787-E0A6B9E0A6BEE0A6B0E0A6BFE0A79FE0A787-E0A6ACE0A6B0E0A78DE0A6B7E0A6B8E0A787E0A6B0E0A6BE-E0A6ACE0A6BEE0A6ACE0A6B0-E0A686E0A69CE0A6AE

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App