×

শিক্ষা

শাবির গোলচত্বর হয়ে উঠল প্রতিবাদের মুখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১১:৫৯ এএম

শাবির গোলচত্বর হয়ে উঠল প্রতিবাদের মুখ

রবিবার গভীর রাতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে উপাচার্যের পদত্যাগ চেয়ে শ্লোগান লিখেন। ছবি: সংগৃহীত

একটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের মিলনমেলা বসে। হাসি-কান্না আর প্রতিদিনের জমানো কথার হুল্লোর ওঠে চেনা জায়গাটিতে। হঠাৎ করেই সে আড্ডার চত্বর হয়ে উঠল প্রতিবাদের রংয়ে উত্তাল। কারণ বিশ্ববিদ্যালয় যে ভালো নেই।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ জানুয়ারি থেকে চলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

সময়ের সঙ্গে এ আন্দোলন নানা বাঁক বদল করেছে। শিক্ষার্থীদের দাবি এখন একটাই উপাচার্যের পদত্যাগ। এ দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান তুলছে। সেসব স্লোগানও এখন গগনবিদারী আওয়াজ ও দেয়ালে চিকা মারার মধ্যেই সীমাবদ্ধ নেই। স্লোগান এখন দ্রোহের রংয়ে তুলির ছোঁয়ায় রাজপথে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের চেনা গোলচত্বরে।

রবিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা সেভ সাস্ট হ্যাশট্যাগ দিয়ে গোলচত্বরের আধেকটা জুড়ে ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ উপাচার্যের পদত্যাগের দাবিতে দেয়া স্লোগানগুলো সড়কে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনে এখনও উত্তাল সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়। অসুস্থ হয়ে পড়ার পরও শিক্ষার্থীরা আমরণ অনশন ছাড়েনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App