×

খেলা

বিরাট কোহলির বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:১৯ এএম

বিরাট কোহলির বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ানডে’র শুরুতে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

কেপটাউনে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। বরাবর দেশের জন্য নিজের সবটুকু সঁপে দেয়া কোহলির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছে।

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ান ডে’র আগে ভারতের জাতীয় সঙ্গীতের সময় কোহলিকে চিউয়িং গাম চিবোতে দেখা যায়। এক ভিডিওতে বিষয়টি দেখা গেলে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সমালোচনা শুরু করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলির বিভিন্ন মেজাজের ছবি ধরা পড়ে। যদিও শুরুতেই বিতর্কের বারুদে আগুন দিয়ে বসেন তিনি। ভারতের ফিল্ডিংয়ের সময় কোহলিকে পুরনো ক্যাপ্টেন্সির মেজাজে দেখা যায়। ফিল্ডিং সাজানো নিয়ে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন লোকেশ রাহুলকে প্রয়োজনীয় নির্দেশ দিতে দেখা যায় বিরাটকে।

পরে ব্যাট হাতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন কোহলি। যদিও যেরকম ব্যাট করছিলেন, তাতে বহু প্রতীক্ষিত শতরান আসতে চলেছে বলেই মনে হচ্ছিল। শেষমেশ তেমনটা হয়নি। কোহলি পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৬৫ রান রান করে সাজঘরে ফেরেন। কেশব মহারাজের বলে তেম্বা বাভুমার হাতে ধরা পড়েন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App