×

অর্থনীতি

অফিস-আদালতের মতো ব্যাংকেও অর্ধেক জনবল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৩:৩৪ পিএম

অফিস-আদালতের মতো ব্যাংকেও অর্ধেক জনবল

সংসদ। ফাইল ছবি

দেশে চলমান করোনা পরিস্থিতি প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে। এ অবস্থায় সংক্রমণ রোধে অর্ধেক কর্মকর্তা/কর্মচারী নিয়ে ব্যা়ংকিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ ব্যাংকের করণীয় বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানকালীন বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। অফিসে রোস্টার করে ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে বলা হয়। অন্যরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এবং ভার্চুয়ালি দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন। তারা নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এতে আরও বলা হয়েছে, আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজন অনুযায়ী নিজ বিবেচনায় ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App