করোনার ব্যাপক সংক্রমণের মধ্যে সীমান্তবর্তী জেলা যশোরেও সংক্রমণের ঊর্ধ্বমুখীভাব দেখা গেছে।
সোমবার (২৪ জানুয়ারি) প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যশোরে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৩৭টি নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। শনাক্তের হার ৫২ দশমিক ৭৪ শতাংশ।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো তথ্যে জানা যায়, যশোরের ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের, মাগুরার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও নড়াইলের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়।
যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য জানিয়েছেন। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।