নতুন রূপে চমকে দিলেন মিম

আগের সংবাদ

এজবিএসি সাবেক পরিচালক মোয়াজ্জেমকে আত্মসমর্পণের নির্দেশ

পরের সংবাদ

মোমবাতি জ্বালিয়ে নায়করাজের জন্মদিন পালন

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ৫:২১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ৫:২১ অপরাহ্ণ

গতকাল ২৩ জানুয়ারি, বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাকের জন্মদিন ছিলো। বেঁচে থাকলে হয়তো জাঁকজমকপূর্ণ আয়োজনে এবার ৮১তম জন্মদিনের কেক কাটতেন তিনি। জ্বালানো হতো মোমবাতি।

এই আয়োজন আলোকিত করে উপস্থিত থাকতেন তার সহকর্মীরা। সবই হলো আজ এফডিসিতে। শুধু নেই নায়ক রাজ।

ইলিয়াস কাঞ্চন তার প্যানেলের প্রার্থী ও সমর্থকদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে পালন করলেন তার সিনিয়র অভিনেতার জন্মদিন। কাটলেন কেকও। এসময় উপস্থিত ছিলেন তার সেক্রেটারি প্রার্থী নিপুণ। আরও ছিলেন নায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, নায়িকা কেয়া, শাহনূর, জেসমিনসহ অনেকেই।

কেক কাটার আগে নায়ক রাজের বিদেহী আত্মার শান্তি কামনা করে কাঞ্চন বলেন, ‘নয়নের সামনে আজ রাজ্জাক ভাই নাই। কিন্তু তিনি আছেন আমাদের সবার অন্তরে। তিনি আমাদের অভিভাবক ছিলেন। শিল্পী সমিতির প্রথম নির্বাচিত সভাপতি।’

তার সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিলো তা আপনারা সবাই জানেন। অভিনয়ে আসার আগ থেকেই রাজ্জাক ভাইয়ের স্নেহ পেয়েছি। আজ উনার জন্য দোয়া করি। যেখানেই থাকেন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন।

যে ইন্ডাস্ট্রি রেখে গেছেন, যে সমিতির দায়িত্ব আপনি পালন করেছেন আমরাও যেন সেভাবে দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক চাইছি৷’

এ নায়ক আরও বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় রাজ্জাক ভাইয়ের স্মরণে মিলাদ পড়িয়েছি। কোরআন খতম দিয়েছি৷ রাজ্জাক ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক। তার স্ত্রী ভাবী আছেন, ছেলেরা আছে, নাতি নাতনিরা আছে। সবার জন্য সুকামনা করি আমরা৷ সবাই যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে।’

ইলিয়াস কাঞ্চনের বক্তব্যের পর কেক কেটে একে অন্যের মুখে তুলে দেন শিল্পীরা।

রি-আরআর/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়