×

জাতীয়

ডিএনসিসির ময়লার গাড়ি এবার প্রাণ নিলো পরিচ্ছন্নতাকর্মীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০১:১৫ পিএম

দুই মাসের ব্যবধানেই রাজধানীর বুকে বেপরোয়া ময়লার গাড়ির ধাক্কায় ঝরল আরেক প্রাণ। রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এবার নিহত হয়েছেন এক নারী পরিচ্ছন্নতাকর্মী।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত নারী ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী।

নিহতের নাম শিখা রানী (৫৫)। পুলিশের ভাষ্য, গতকাল রাতে মহাখালী ফ্লাইওভারের প্রবেশ মুখে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম রবিবার গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখা রানীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এ ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই পরিচ্ছন্নতাকর্মী পরিবার নিয়ে মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে ও এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী।

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। সিটি করপোরেশন জানিয়েছে, গাড়িটি একজন পরিচ্ছন্নতাকর্মী চালাচ্ছিলেন। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় গণমাধ্যমকর্মী আহসান কবির খান মারা যান। গত ২ ডিসেম্বর ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব ঘটনার পর তখন গণপরিবহনে হাফ পাস ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন শুরু করে।

তাছাড়া গত ২৩ ডিসেম্বর পুরান ঢাকার ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হন। অন্যদিকে গত বছরের ১৬ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হন। সে সময় উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটি আগুনে পুড়িয়ে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App