×

অপরাধ

গোপাল কৃষ্ণ হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত মহিউদ্দিন দুই দশক পর গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০২:৫৭ পিএম

গোপাল কৃষ্ণ হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত মহিউদ্দিন দুই দশক পর গ্রেপ্তার

গোপাল কৃষ্ণ মুহুরি। ফাইল ছবি

দুই দশক আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

তিনি বলেন, ২০০৩ সালে এ মামলার রায় ঘোষণার পর মহিউদ্দিন পালিয়ে দুবাই চলে গিয়েছিল। প্রায় ১৮ বছর প্রবাসে পালিয়ে থাকার পর গত ২৯ অক্টোবর তিনি দেশে আসেন।

রবিবার (২৩ জানুয়ারি) রাতের ফ্লাইটে মহিউদ্দিনের দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। সে জন্য শনিবার সে করোনা পরীক্ষার জন্য নমুনাও দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে সুগন্ধা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

২০০১ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম নগরীর জামাল খান রোডে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর (৬০) বাসায় ঢুকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। তার স্ত্রী রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী সেদিনই চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার বিচার শেষে নাসির ওরফে গিট্টু নাসির, আজম, আলমগীর ও মন্টুকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের জজ আদালত।

এছাড়া মহিউদ্দিন ওরফে মহিনউদ্দিন, হাবিব খান, সাইফুল ওরফে ছোট সাইফুল ও শাহাজাহানকে রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। গ্রেপ্তার মহিউদ্দিন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাসিরের ছোট ভাই।

বিচারিক আদালতের ওই রায়ের পর মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে, পাশাপাশি কারাগারে থাকা আসামিরাও আপিল করেন।

এর মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া গিট্টু নাসির ২০০৫ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছোট সাইফুলও মারা যান।

হাই কোর্ট শুনানি শেষে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০০৬ সালের ১৯ জুলাই রায় দেয়। সেই রায়ে যাবজ্জীবন সাজার আসামি শাহাজাহান ও সাইফুল ওরফে ছোটো সাইফুল খালাস পান, এ সময় অন্যদের সাজা বহাল থাকে।

এরপর মৃত্যদণ্ডের তিন আসামির মধ্যে আলমগীর কবির খালাস চেয়ে আপিল বিভাগে আপিল করেন। আর তসলিম উদ্দীন ওরফে মন্টু, মোহাম্মদ আজম জেল আপিল করেন।

আপিল বিভাগ ২০২০ সালে তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App